মুরাদনগরে স্কুলব্যাগ ভর্তি ১০০বোতল ফেন্সিডিলসহ এক মাদক পাঁচারকারীকে আটক করেছে পুলিশ।
বুধবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ঘোড়াশাল গ্রাম থেকে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী শুক্কুর সরদার(২৩)কে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী বাগেরহাট জেলার কচুয়া থানার গজারিয়া গ্রামের চুন্নু সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলা সদরের ঘোড়াশাল গ্রামে অভিযান চালিয়ে ফরিদ উদ্দিন ওরফে পারুল মাষ্টারের বাড়ী সংলগ্ন পুকুরপাড় থেকে একটি স্কুল ব্যাগের ভিতর ১০০বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী শুক্কুর সরদার কে আটক করে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মনজুর আলম বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।