নতুন কুমিল্লা,
কুমিল্লা সিলেট মহাসড়কের বুড়িচংয়ে বেপরোয়া গতির তিশা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাইরে পড়ে যায়। বৃহস্পতিবার বিকেলে ময়নামতি তুতবাগান এলাকায় ঢাকা-নবীনগর রুটে চলাচলকারী এ বাসটি নিয়ন্ত্রণ হারায়।
বাসটি নিয়ন্ত্রণ হারানোর সাথে সাথে তাৎক্ষণিক ভাবে স্থানীয়দের সহায়তায় যাত্রীদের উদ্ধার কর হয়। এ ঘটনায় ১ মহিলাসহ মোট ৫ জন আহত হয়েছে। স্থানীরা তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে প্রথমিক চিকিৎসা দিয়েছে।
ময়নামতি হাইওয়ে পুলিশের এস আই মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসটি আরেকটি বাসের সাথে গতিতে পাল্লা দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারা। যাত্রীরা কেউ গুরতর আহত হয়নি। বাসটি উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।