নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- হাসেম মোল্লা (১৭) ও রফিকুল ইসলাম (৩৩)। সোমবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার ভোলাব বন্দের বাড়িতে ঘটে এ ঘটনা ঘটে। নিহত হাসেম মোল্লা ওই এলাকার কামাল মোল্লার ছেলে ও রফিকুল ইসলাম একই এলাকার নুরুল হকের ছেলে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভোলাব তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) সাব্বির আহাম্মেদ জানান, দুপুর পৌনে ১টার দিকে প্রচণ্ড ঝড় শুরু হয়। এ সময় বাড়ি থেকে বের হয়ে কাজের উদ্দেশে মাঠে গেলে বজ্রপাতে হাসেম মোল্লা ও রফিকুল ইসলামের মৃত্যু হয়।