শরীয়তপুরের জাজিরা উপজেলায় পদ্মার পাড় থেকে এক পিকআপ ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার পালেরচর ইউনিয়নের রাঢ়িকান্দি গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জাজিরা থানার ওসি মো.একরামুল হক জানান। নিহত শাহাদাত হোসেন (৩০) ঢাকার কেরানীগঞ্জ উপজেলার রুহিতপুর এলাকার ধর্মসুর গ্রামের মজিল হকের ছেলে। কেরানীগঞ্জের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ডিম সরবরাহ করতেন তিনি। পালেরচর ইউনিয়ন পরিষদের মেম্বার আলমগীর হোসেন মোল্লা বলেন, মঙ্গলবার রাতের কোনো এক সময় শাহাদাতকে শ্বাসরোধে হত্যার পর তার লাশ রাঢ়িকান্দি গ্রামের পদ্মানদীর পাড়ে ফেলে যায়। সকালে স্থানীয়রা তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। লাশের পাশে একটি পাসপোর্ট ও একটি মোবাইল ফোন পাওয়া যায়।ওই পাসপোর্ট দেখে শাহদাতের পরিচয় শনাক্ত করা হয় বলে জানান তিনি। আলমগীর বলেন, শাহদাতের মোবাইল ফোনের সূত্র ধরে কেরানীগঞ্জ এলাকার আব্বাছ নামে এক ব্যক্তির সঙ্গে পুলিশ কথা বলে জানতে পারে যে, শাহাদাত দীর্ঘদিন ধরে এলাকায় গাড়িতে করে ডিম পরিবহন ও সরবরাহ করে আসছে। “এরই মধ্যে লিটন নামের এক ডিম ব্যবসায়ীর কাছ থেকে ৭৫ হাজার টাকা নেয় নিলেও তাকে ডিম দেয়নি শাহাদাত।পরে ওই ব্যক্তি টাকা ফেরত চাইলে এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডাও হয়।এর জেরে শাহাদাতকে হত্যা করা হতে পারে বলে পুলিশ ধারণা করছে।” ওসি একরামুল বলেন, লাশের পিঠে ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে।ময়নাতদন্তের জন্য তা শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
0SHARES