বুড়িচংয়ে পানিতে ডুবে ইসরাফিল (৩) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার বারেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের আবদুল হামিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাড়ির আঙ্গিনায় খেলতে খেলতে সবার অগোচরে পানি জমে থাকা বাড়ির পাশের নিচু জমিতে পড়ে যায় শিশু ইসরাফিল। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে তার বাবা-মাসহ বাড়ির লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে বিকেলে বাড়ির স্বজনরা পাশের নিচু জমিতে শিশুটিকে ভেসে উঠতে দেখতে পায়।
তাৎক্ষণিক তাকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কিন্তু শিশুটির বাবা-মা তা মেনে নিতে না পারায় তাকে কুমিল্লা আধুনিক হাসপাতালে (প্রাইভেট ক্লিনিক) নিয়ে যায়। সেখানের চিকিৎসকও শিশুটিকে মৃত বলে জানান।