হোমনা উপজেলায় প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার আসামি আসিফকে (১৯) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
আসিফ উপজেলার মিরাশ গ্রামের মো. আলম মিয়ার ছেলে।
রোববার দুপুরে র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক মেজর মো. আতাউর রহমান এক সংবাদ সম্মেলনে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি মো. আসিফের গতিবিধি সার্বক্ষণিক নজরদারিতে রাখতো র্যাবের একটি আভিযানিক দল। তার পরিপ্রেক্ষিতে শনিবার (১৯ মে) জেলার বরুড়া উপজেলার চান্দিনা রোডের রামমোহন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।