কুমিল্লা
শনিবার,৩ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
২০ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১৩ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

যে কারণে বাদ ইমরুল-তাসকিন-সোহান, টিকে গেলেন সৌম্য

২০১৭ সালে নিউজিল্যান্ড সিরিজে বেশ ভালোই খেলেছিলেন নুরুল হাসান সোহান। এরপর হুট করেই দল থেকে বাদ পড়ে যান। আবার তেমনই হুট করে শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতে তাকে দলে নেওয়া হয়। তবে ওই ত্রিদেশীয় সিরিজে ম্যাচ খেলার সুযোগ হয়নি। এরপর আসন্ন আফগানিস্তান সিরিজে আবার তাকে বাদ দেওয়া হয়েছে। মূলত ওয়েস্ট ইন্ডিজ সফরের কথা বিবেচনা করেই তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানালেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
একই কারণে বাদ দেওয়া হয়েছে ইমরুল কায়েসকেও। তবে পারফরম্যান্স ও ইনজুরি দুই দিক বিবেচনা করে তাসকিন আহমেদ বাদ পড়েছেন বলে জানালেন তিনি।
রোববার আফাগানিস্তানের সফরের জন্য ১৫ সদস্যের জাতীয় দল ঘোষণা করা হয়। এই দলে উইকেটরক্ষক-ব্যাটসম্যান সোহানের না থাকার ব্যাখ্যায় নান্নু বললেন, ‘আফগানিস্তানে তিনটা টি-টোয়েন্টি খেলা। শর্টার ভার্সনের খেলা। ওকে নিয়ে (সোহান) আমাদের অন্যরকম চিন্তা ভাবনা আছে। সামনে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলা। কিন্তু ওখানে গিয়ে টেস্ট প্রস্তুতি নেওয়াটা খুব কঠিন! সামনে লম্বা সফর। যার কারণে কিছু খেলোয়াড়কে অফ করা হয়েছে। যার কারণে ইমরুল কায়েসকে অফ করা হয়েছে। শটার ভার্সনে খেলোয়াড় দেখা কিন্তু খুব কষ্টকর। সামনের ব্যস্ততার কথা চিন্তা করেই সোহানকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া দলে দুইজন উইকেটকিপার-ব্যাটসম্যান আছে। লিটনের সঙ্গে মুশফিকও আছে। মুশফিক খুব ভালো করছে। ’

নিদাহাস ট্রফিতে খেলার সময়েই ইনজুরিতে পড়েছিলেন তরুণ পেসার তাসকিন। এরপর দেশে ফিরে ইনজুরি নিয়েই আবাহনীর হয়ে প্রিমিয়ার লিগে খেলেছেন। ফলে সে ইনজুরি আরও বাড়ে। তবে এরপর থেকেই রিহ্যাব করছেন তিনি। আগের চেয়ে ভালো অবস্থায় থাকলেও তাকে নিয়ে কোন ঝুঁকি নেননি নির্বাচকরা।

এছাড়া তার পারফরম্যান্সও আশানুরূপ ছিলো না। তাই সব মিলিয়ে তাসকিনকে বাদ দেওয়া হয়েছে বলে জানালেন প্রধান নির্বাচক, ‘ইনজুরি আছে, পারফরম্যান্স আছে। ও কিন্তু নিদাহাস ট্রফিতে গিয়েই ইনজুরিতে পড়েছিল। তবে এই ইনজুরিটা বেশ আগের। রিহ্যাব প্রক্রিয়াতে থেকে ইনজুরি কাটানোর চেষ্টা করছে তাসকিন। আমার বিশ্বাস, হয়তো ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে সুস্থ হয়ে উঠবে। ’

তবে নিদাহাস ট্রফিতে আশানুরূপ পারফরম্যান্স না করেও টিকে গেছেন সৌম্য সরকার। মূলত টি-টুয়েন্টি সংস্করণ বলেই তাকে বাদ দেওয়া হয়নি বলে জানালেন নান্নু, ‘টি-টোয়েন্টিতে আমরা যত খেলোয়াড়কে নিয়ে চিন্তা করি, তার কথাটা সবার আগে চলে আসে। বিষয়টি নিয়ে আমরা অধিনায়ক ও কোচের সঙ্গেও আলোচনা করেছি। ওরা সৌম্যর ব্যাপারে ইতিবাচক ছিল। ’

আরও পড়ুন