‘একজনের প্রতিশোধ দেশের প্রতিবাদ’—এ স্লোগানকে সামনে নিয়ে জঙ্গিবাদবিরোধী অবস্থান নিয়ে নির্মিত হলো ছবিটি। এতে খিজির হায়াত খানের বিপরীতে অভিনয় করেছেন শানারেই দেবী শানু। আর এটি নির্মাণ করেছেন আবু আক্তারুজ্জামান ইমান।
শুটিং-সম্পাদনা শেষে মুক্তির জন্য প্রস্তুত ছবিটি। শিগগিরই জমা দেওয়া হবে সেন্সর বোর্ডে। তার আগেই ভিন্ন রকম প্রচারণায় নেমেছে ছবিটি। এর মূল সাবজেক্ট যেহেতু জঙ্গিবাদ, তাই জঙ্গিবাদ দমনে ন্যাশনাল ক্যাম্পেইনে মাঠে নেমেছে ছবিটির প্রযোজনা সংস্থা কেএইচকে প্রোডাকশন।
এর অংশ হিসেবে সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হলো ছবিটির ক্যাম্পেইন। বিশ্ববিদ্যালয়টির বিজ্ঞান অনুষদ মিলনায়তনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়র্মাতা জানান, এখন থেকে এই ক্যাম্পেইন নিয়ে ছবির অভিনয় শিল্পীরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাবেন এবং তারা জঙ্গিবিরোধী প্রচারণা চালাবেন।
ছবির একটি দৃশ্যে শানু ও খিজিরএ বিষয়ে ছবিটির প্রধান অভিনেতা খিজির হায়াত খান বলেন, ‘এটি একটি বিষয়ভিত্তিক ছবি। ইসলাম ধর্মে জঙ্গিবাদের আশ্রয় নেই—এ বিষয়টিই ছবিটিতে দেখানো হয়েছে। তাই আমরা বাংলাদেশ থেকে জঙ্গি-
সন্ত্রাসবাদের মূলোৎপাটন করতে এবং এই সামাজিক ব্যাধি সম্পর্কে সবাইকে সজাগ থাকার জন্য দেশব্যাপী এ ক্যাম্পেইন শুরু করেছি। আশা করি ছবিটি দেখতে সবাই হলে আসবেন।’
অভিনেত্রী শানু বলেন, ‘এটি আমার ক্যারিয়ারের প্রথম ছবি। দারুণ একটি গল্প নিয়ে ছবিটি নির্মিত হয়েছে। বিষয়টি সেন্সেটিভ হলেও এটি সমসাময়িক গল্প। এর মাধ্যমে একজন মানুষও যদি সুপথে আসেন সেটাই আমাদের সার্থকতা।’
‘মিস্টার বাংলাদেশ’ আগামী ২০ জুলাই মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা আবু আক্তারুজ্জামান ইমান। এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন টাইগার রবি, শাহরিয়ার সজীব, শামীম হাসান সরকার, সোলাইমান সুখন, হামিদুর রহমান প্রমুখ।