চোখের পারফেক্ট মেকআপের জন্য প্রচুর প্র্যাকটিসের প্রয়োজন। চোখ আঁকা ও রং মেলানোর মুনসিয়ানাতেই নির্ভর করে চোখের সৌন্দর্য। আবার একেকজনের চোখের গড়ন একেক রকমের হয়। এক্ষেত্রে চোখের ধরন বুঝে মুখের সঙ্গে মানানসই চোখের সাজ দিতে হবে।
যাদের চোখ উপরের দিকে ফোলা তাদের চোখ সাজাতে একটু কষ্টকর হয়ে থাকে। তাই বলে কি চোখের সাজ থেকে বিরত থাকবেন তারা। সঠিকভাবে মুখের সঙ্গে মানানসইভাবে সাজালে তাদের চোখও আকর্ষণীয় লাগবে।
যেভাবে সাজাবেন: যাদের চোখ ফোলা তাদের চোখের উপরের পাতার কিনার থেকে চিকন করে আইলাইনার টেনে চোখের পাতার শেষ কিনারে মোটা করে আইলাইনার দিতে হবে। চোখের নিচের পাতায় একেবারেই লাইনার দেবেন না। চোখের পাপড়ি কার্ল করে দিন।
মুখের তুলনায় চোখের আকৃতি ছোট হলে ওপরের পাতায় চিকন থেকে মোটা করে আইলাইন দিয়ে টেনে দিন। চোখের নিচের পাতার মাঝামাঝি থেকে আইলাইনার শুরু করে শেষ কর্নারে উপরের পাতার আইলাইনারের সঙ্গে মিলিয়ে দিন। চোখের ভেতরের কর্নারে নিচের পাতায় সাদা আইশ্যাডো, কাজল বা হাইলাইটার দিয়ে নিন। এতে চোখ বড় লাগবে। মুখের সঙ্গে মানানসইও হবে।