কুমিল্লা
বৃহস্পতিবার,১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১১ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

অরন্যপুরে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ যুবক গ্রেফতার

কুমিল্লার অরন্যপুরে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হওয়ার রাতেই আরো একটি ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে জেলার দেবীদ্বার উপজেলায়। মাদক ব্যবসায়ীদের সাথে পুলিশের ওই ‘বন্দুকযুদ্ধের’ পর গুলিবিদ্ধ অবস্থায় সাদ্দাম (২৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

পায়ে গুলিবিদ্ধ ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসার জন্য রাতেই তাকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়। সোমবার মধ্যরাতে উপজেলার জাফরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতার সাদ্দাম দেবীদ্বার উপজেলার বাগুর গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে।

পুলিশ বলছে, সাদ্দাম দেবীদ্বারের অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী। সোমবার রাতের ওই কথিত বন্দুকযুদ্ধে দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) মোরশেদ আলমহ পুলিশের আরো ২ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

‘বন্দুকযুদ্ধের’ বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, পায়ে গুলিবিদ্ধ অবস্থায় সাদ্দামকে আটকের পর চিকিৎসার জন্য কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়াও আহত পুলিশ সদস্যদের দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে জানান তিনি।

ওসি মিজান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে মাদক ব্যবসায়ী সাদ্দামকে গ্রেফতারে উপজেলার জাফরাবাদ এলাকায় অভিযানে যায় পুলিশ। এসময় সাদ্দাম ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টাগুলি ছোড়ে। এতে মাদক ব্যবসায়ী সাদ্দামের পায়ে গুলিবিদ্ধ হয় এবং থানার এসআই মোরশেদ আলমসহ দুই কনস্টেবল আহত হয়।

আরও পড়ুন