ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চান্দিনা পালকি সিনেমা হলের সামনে থেকে শতাধিক ইয়াবা ট্যাবলেট সহ মো.মাসুম (২০) কে আটক করেছে চান্দিনা থানা পুলিশ। সোমবার রাত সাড়ে ১০ টায় চান্দিনা থানার এস অাই. অাতিকুল ইসলাম ও এএসঅাই মো.ওয়াহিদ লিপন এর সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
এসময় তার দেহ তল্লাশি ১ শত ৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক মাসুম পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার বেতুয়া গ্রামের মো.হোসেন এর ছেলে।
চান্দিনা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.কামরুজ্জামান তালুুুকদার জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে চান্দিনা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে ও মঙ্গলবার দুপুরে কুমিল্লা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।