কুমিল্লা
শুক্রবার,২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
৭ আশ্বিন, ১৪৩০ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

নগরীতে ৪ ঘন্টাব্যাপি মাদকবিরোধী অভিযান: মাদকসহ আটক দুই

নগনীর মাদকের আস্তানা শাসনগাছা, পালপাড়া, বালুতুপা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে জেলা পুলিশ। এসময় শাসনগাছা এলাকা থেকে ১২ মামলার আসামি মাদক ব্যবসায়ী পাখি এবং ৫ মামলার আসামি হিজরা সুমনকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার দুপুর ১টা থেকে বিকেল ৫টা এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমান গাঁজা, ফেনসিডিলসহ মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।

অভিযানকালে মাদক ব্যবসায়ী পাখি পালানোর উদ্দেশ্যে পালপাড়া ব্রিজ থেকে গোমতি নদীতে লাফ দিয়ে পড়ে। গ্রেফতার করার জন্য পানিতে নেমে পুলিশ তাকে আটক করে।

অপরদিকে জগন্নাথপুর ইউনিয়নের বালুতুপা মাদক সম্রাজ্ঞী বানুর বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ।

এদিকে মাদক ব্যবসায়ীদের ধরতে নগরীর বিভিন্ন জায়গায় সাদা পোশাকে নজরদারী রেখেছে ডিবি পুলিশ।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমনের নেতৃত্বে ডিবির ওসি নাছির উদ্দিন, কোতয়ালি থানার ওসি আবু সালাম মিয়াসহ পুলিশ ফোর্স এ অভিযানে অংশ নেন।

এ বিষয়ে কোতয়ালি মডেল থানার ওসি আবু সালাম মিয়া জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। নগরীর শাসনগাছা, পালপাড়া, বালুতুপা মাদক ব্যবসায়ীদের বাড়ি বাড়ি তল্লাশি চালানো হচ্ছে। এসময় পাখি ও হিজড়া সুমন নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গাঁজা, ফেন্সিডিলসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ অভিযান চলবে।

আরও পড়ুন