প্রবীন রাজনীতীবিদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল চৌদ্দগ্রাম উপজেলা শাখার সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, চৌদ্দগ্রাম সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর পাটোয়ারী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি …….রাজিউন।
শনিবার সকাল সাড়ে ৯টায় ঢাকার ল্যাব এইড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছে ৯০ বছর।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরী, সাধারণ সম্পাদক হাজী আমিন উর-রশিদ ইয়াছিন, দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী নাসিমুল হক নাসিম, তাহের পলাশী, বর্তমান সভাপতি কামরুলহুদাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।