ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মানসিক ভারসাম্যহীন এক নারীর মেয়ে সন্তানের জন্ম দিয়েছে। মহাসড়কের কুমিল্লা সদরের আমতলী এলকায় শনিবার বিকাল সাড়ে ৩ টায় এ ঘটনা ঘটে। এ খবর এলকায় ছড়িয়ে পড়লে শত শত দর্শক বিড় জমায় এক নজর দেখার জন্য। এলকা জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।
খবর পেয়ে ছুটে আসেন নাজিরা বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান রুবেলসহ পুলিশের একাধিক কর্মকর্তা।
পুলিশের পিকাপ ভ্যান যোগে মা ও নবজাতকে ক্যান্টনমেন্ট ময়নামতি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পুলিশের এমন মানবিক কর্মকান্ডে ধন্যবাদ জ্ঞাপন করে স্থানীয়রা।
নাজিরা বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান রুবেল জানান, কালু মেম্বার এবং এপোলো ট্রেডার্স পাগলি ও শিশুটির সকল চিকিৎসা খরচ বহন করবে। মা ও নবজাতক দুজনেই সুস্থ রয়েছেন।