মুরাদনগরে সিএনজি চালিত দুই আটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিন জন। নিহতরা হলেন, মুরাদনগর উত্তর ত্রিশ এলাকার মৃত মাহাল রঞ্জন দেবেরে ছেলে শান্তি রঞ্জন দেব (৬৫), বাঙ্গরাবাজার থানার হোসনাবাদ এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে আবুল কালাম (৬০)। তাৎক্ষণিক ভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
শনিবার বিকাল সাড়ে ৫ টায় কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের উপজেলার চাপিতলা এলাকায় এ ঘটনা ঘটে।
বাঙ্গরাবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) জীবন নতুন কুমিল্লাকে জানান, কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের চাপিতলা এলকায় সিএনজি চালিত দুই আটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক জন এবং হসপিটালে নেয়ার পর অন্যজন মারা যান।
এই ঘটনায় আহত তিন জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।