চৌদ্দগ্রামে জুতা কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ ঘন্টা অতিবাহিত হলেও এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফেনী ও কুমিল্লা থেকে আগত ফায়ার সার্ভিসের একাধিক টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
রবিবার বিকাল ৩ টা ২০ মিনিটে লাগা আগুন রাত ৯ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ভবনের ৬ষ্ঠ তলাতে আগুন এখন জ্বলছে। তবে কি কারণে আগুনে সূত্রপাত্র হয়েছে তা জানা যায়নি।
কুমিল্লা ফায়ার সার্ভিসের উপ পরিচালক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। কি কারণে আগুন লেগেছে এবং কত টাকা ক্ষতি হয়েছে তা আগুন নিয়ন্ত্রণ ছাড়া বলা যাচ্ছে না। ৬ তলাতে আগুন লাগার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।