বুড়িচংয়রে শিকারপুরে সাদিয়া অাক্তার (৬) নামের এক শিশুকে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হন এক মহিলা চোর। এ সময় স্থানীয়রা তাকে গণদোলায় দিয়ে পুলিশে সোপর্দ করে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের শিকারপুর গ্রামের মৃত মালেক মিয়ার ছেলে সিএনজি চালক ফারুকের কন্যা সন্তান সাদিয়া অাক্তার’কে ২৭মে রবিবার রাত অানুমানিক সাড়ে ৯টায় তার বাড়ি থেকে সকলের অজান্তে একটি মহিলা নিয়ে যেতে ছিল।
প্রায় ২শত গজ নেওয়ার পর “অামাকে কোথায় নিয়ে যাও “শিশুটির চিৎকার শুনে পুকুরে গোসল করার সময় স্থানীয় কাইয়ুম উঠে গিয়ে মহিলা চোরকে অাটক করে। এ সময় স্থানীয় লোকজন ভীড় জমায় এবং পুলিশকে খবর দেন।
খবর পেয়ে বুড়িচং থানার উপ-পরিদর্শক মোয়াজ্জেম হোসেন মহিলা চোর ও শিশুটিকে জনতার কাছ থেকে উদ্ধার করে থানায় নিয়ে অাসে। পুলিশের জিজ্ঞাসাবাদে মাহিলার চোরের নাম বলেন শিরিনা অাক্তার (৪০) এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই মহিলা ভয়ে কিছু বলতে পারছে না বলে জানা যায়।