কুমিল্লা
শনিবার,৩ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
২০ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১৩ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

তামাকের কর বৃদ্ধির দাবীতে কুমিল্লায় চিকিৎসক ও এনজিও’র সংহতি প্রকাশ

ঢাকা আহ্ছানিয়া মিশন “তামাকের কর বৃদ্ধির দাবির প্রতি চিকিৎসক ও এনজিও সমূহের সংহতি প্রকাশ” কর্মসূচির আয়োজন করে।

কুমিল্লার সিভিল সার্জন অফিসের সামনে সংহতি প্রকাশ কর্মসূচিতে চিকিৎসক, অন্যান্য পেশাজীবি, গণমাধ্যম কর্মী এবং বেসরকারী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে এই দাবির সাথে একাত্বতা প্রকাশ করেন।

কর্মসূচির মধ্য দিয়ে সিগারেটের ক্ষেত্রে বিদ্যমান ৪টি মূল্যস্তর (নিম্ন-দেশীয়, নিম্ন-আন্তর্জাতিক, উচ্চ ও প্রিমিয়াম) বিলুপ্ত করে ২টি মূল্যস্তর (নিম্ন ও উচ্চ) নির্ধারণ, বিড়ির ক্ষেত্রে ফিল্টার এবং নন-ফিল্টার বিভাজন বিলুপ্ত করে এবং গুল-জর্দার ক্ষেত্রে এক্স-ফ্যাক্টরি প্রথা প্রভৃতি বাতিল করে সকল তামাকপণ্যের প্যাকেট/কৌটা প্রতি নির্দিষ্ট পরিমাণ স্পেসিফিক এক্সাইজ ট্যাক্স আরোপের দাবী জানানো হয়।

এ ছাড়াও তামাকের ওপর আরোপিত স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ ১ শতাংশ থেকে বৃদ্ধি করে ২ শতাংশ নির্ধারণ ও অবিলম্বে তামাকের বিদ্যমান শুল্ক-কাঠামোর পরিবর্তে কার্যকর তামাক শুল্কনীতি প্রণয়ণেরও দাবী জানানো হয়।

এ সময় কুমিল্লা জেলার সুযোগ্য সিভিল সার্জন জনাব ডাঃ মোঃ মুজিবুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তর কুমিল্লা এর উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মোঃ মাহবুবুল করিম, ডেপুটি সিভিল সার্জন জনাব ডাঃ মোঃ শাহাদৎ হোসেন, ডাঃ এবিএম জুবায়ের ক্লিনিক ম্যানেজার নগর মাতৃসদন,

সূর্যের হাসির ক্লিনিক ম্যানেজার জনাব কাজী ইকরাম হোসেন, মেরীস্টপ ক্লিনিকের সিনিয়র ক্লিনিক ম্যানেজার জনাব মোঃ মনিরুজ্জামান, এফপিএবির জেলা কর্মকর্তা জনাব মোঃ আত্তাব উদ্দীন এবং ইউপিএইচসিএসডিপি, ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রকল্প ব্যবস্থাপক জনাব মোঃ মোশাররফ হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তামাক ও তামাকজাত দ্রব্যের ব্যবহার বাংলাদেশে জনস্বাস্থ্যের উন্নয়নের পথে বড় বাধা। আমাদের দেশে প্রতিরোধযোগ্য মৃত্যুর অন্যতম কারণ তামাকজাত পণ্যের ব্যবহার। গ্লোবাল এডাল্ট টোবাকো সার্ভের ২০০৯-এর তথ্য অনুসারে বাংলাদেশে ৪৩% মানুষ তামাক সেবন করে। তামাতকজাত দ্রব্য ব্যবহারের কারণে প্রতিবছর বাংলাদেশে এক লক্ষ মানুষ মারা যায় এবং ৩,৮২,০০০ পঙ্গুত্ব বরণ করে। তাই তামাকের ক্ষতি রোধ করা খুব জরুরি।

বাংলাদেশে দিনে দিনে তামাকজাত দ্রব্য ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ইত্যাদি উল্লেখ করে বক্তব্য প্রদান করেন এবং কর্মসূচীতে সকলে হাত উচু করে সংহতি প্রকাশ করার জন্য অনুরোধ করেন কুমিল্লা জেলার সুযোগ্য সিভিল সার্জন জনাব ডাঃ মোঃ মুজিবুর রহমান। তামাক ও তামাকজাত দ্রব্যের ব্যবহারের কুফল ও সামাজিক অবক্ষয়ের কথা উল্লেখ করে বক্তব্য প্রদান করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর কুমিল্লা এর উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মোঃ মাহবুবুল করিম।

আরও পড়ুন