চৌদ্দগ্রামে মোঃ জাবেদ মিয়া (২৬) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করে এক বছর ৬ মাসের কারাদণ্ড দিয়ে ভ্রম্যমান আদালত।
মঙ্গলবার বিকেলে টায় চৌদ্দগ্রাম উপজেলা ভূমি কর্মকর্তা অফিসার দিপন দেবনাথ এ দণ্ডাদেশ প্রদান করেন। সাজা প্রাপ্ত মোঃ জাবেদ মিয়া উপজেলার জগমোহনপুর এলাকার আবুল কাশেমের ছেলে ও শীর্ষ মাদক ব্যবসায়ী নবীর ছোট ভাই।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সাল রাতে নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে উপজেলার কালিকাপুর ইউপিস্থ মধ্যম জাম্মুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্ধকরা হয়।
এ ঘটনায় বিকেলে ভ্রম্যমান আদালতের মাধ্যমে তাকে এক বছর ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে থানায় দুইটি মাদক মামলা রয়েছে বলে তিনি জানান।