লাকসামে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে এক গৃহবধূকে কুপিয়ে জখম করা হয়েছে। দুস্কৃতিকারীদের হামলায় শিশুসহ একই পরিবারের ৩ জন আহত হয়। আহতদের লাকসাম সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় গৃহবধূ মায়া বেগম (৩৫) বাদী হয়ে সোমবার রাতে ৭ জনের নাম উল্লেখ করে লাকসাম থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটেছে, ওইদিন সন্ধ্যায় লাকসাম পৌরশহরের পশ্চিমগাঁও বাগিচাবাড়ি এলাকায়।
জানা গেছে, একই বাড়ির বশর আলীর ছেলে ওমর ফারুক মায়া বেগমকে সোয়া ১ শতক জমি দলিল করে দেয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছিল। এতে রাজি না হওয়ায় ওইদিন সন্ধ্যায় উভয়ের মাঝে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে প্রতিবেশি সেলিম, মোসলেম মিয়া, রোকেয়া বেগম, রোকসানা, ওমর ফারুক, জয় ও ফয়সাল হামলা চালায়। এ সময় তারা মায়া বেগমের ব্যবহৃত টিউবঅয়েল জোরপূর্বক তুলে নিয়ে যায়। এতে বাধা দিতে গেলে ইটের আঘাতে মায়ার মাথা ফেটে যায়। হামলাকারীদের এলোপাতাড়ি কিল-ঘুষিতে মায়ার স্বামী আবদুল আজিজ ও তার শিশুপুত্র আহত হয়।
এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল্লাহ আল মাহফুজ জানান, অভিযোগের তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।