কুমিল্লা
রবিবার,৩ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৮ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

চাঁদপুরের হাজীগঞ্জে নিখোঁজ ৪ শিশুর মরদেহ উদ্ধার

নিখোঁজ ৪ শিশুর মরদেহ। ছবি: নতুন কুমিল্লা

নিখোঁজ হওয়ার একদিন পর চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রান্ধুনীমুড়া গ্রামের বৈষ্ণব বাড়ির পুকুর থেকে চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৫ জুন) সকাল ১০টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সোমবার (৪ জুন) দুপুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় তারা।

মৃতরা হলো হাজীগঞ্জ পৌরসভার ১১নম্বর ওয়ার্ড রান্ধুনীমুড়া গ্রামের শুকু কমিশনারের (পৌরসভার কাউন্সিলর শুকু মিয়া) বাড়ির ওয়াসিমের দুই ছেলে রাহুল (১৩) ও শামীম (১১), একই বাড়ির আহসান হাবিবের ছেলে আরাফাত হোসেন রায়হান (১১) এবং শাহরাস্তি উপজেলার বোচ্চা গ্রামের নজরুল ইসলামের ছেলে লিয়ন (১২)।

ওই বাড়ির ইব্রাহিম জানান, সোমবার দুপুরে ওই চারজন পুকুরে গোসল করতে গিয়ে আর ফেরেনি। অনেক খুঁজেও তাদের না পেয়ে সন্ধ্যায় মাইকিং করা হয়। মঙ্গলবার তিনি ফজর নামাজের জন্য ওজু করতে গিয়ে পুকুরে নিখোঁজদের মধ্যে তিনজনকে ভাসতে দেখেন। এসময় তিনি চিৎকার দিলে বাড়ির লোকজন ছুটে এসে প্রথমে তিনজনকে ও পরে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

হাজীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম বলেন, সোমবার (০৪ জুন) দুপুরে শিশুগুলো নিখোঁজ হয়। মঙ্গলবার ভোরে পুকুরে তাদের মরদেহ ভেসে ওঠে। নিহতদের মধ্যে রাহুল ও শামীম সৎ ভাই।

চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. আফজাল হোসেন বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, ওই চারজন পানিতে ডুবেই মারা গেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন