আম পাকতে এখনো দেড় থেকে দুই মাস বাকি, এরই মধ্যে গায়ে লেগেছে বাহারি রং। উজ্জল মেরুন, রিষ্ট পুষ্ট। এই আমের আঞ্চলিক নাম এখনো ঠিক হয়নি। তবে জাতের নাম জানা গেছে “টমিএটকিন্স” বিদেশী জাত। এটি সৌদি আরব থেকে আনা হয়েছে।
বুধবার (৬জুন) সকালে সরেজমিন কুমিল্লা মহানগরীর ঠাকুরপাড়া বাগান বাড়ির বাসিন্দা, কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক আহমেদ জামিল সেলিমের বাগানে গিয়ে এ আমের দেখা মেলেছে।
তিনি ২০১৬ সালে নগরীর একটি নার্সারী থেকে ৩০০ টাকা দিয়ে কলমের চারাটি রোপন করেন। ২ বছর পরিচর্যার পর গাছটিকে এবার ফলন এসেছে। প্রথম বারে ১০/১৫টি লাল আম ধরেছে বলে তিনি জানেয়েছেন।