দেশবরেণ্য কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে কুমিল্লায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টায় কুমিল্লা নগরীর টাউন হলের সামনে স্থানীয় শিল্পী ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণির মানুষ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে অংশ নেয়া আসিফ ভক্তরা তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও মুক্তির জোড় দাবি জানান। এছাড়াও সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে প্রিয় শিল্পীর মুক্তির দাবিতে প্রতিবাদ অব্যাহত রয়েছে।