কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নিজস্ব পরিবহন পার্কিংয়ের জন্য নির্মিত মোটর গ্যারেজের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী নবনির্মিত মটর গ্যারেজটি উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. মোঃ আবু তাহের ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান জনাব গোলাম সরওয়ার।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ, কর্মকর্তা, কর্মচারীসহ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দরা।
এ মোটর গ্যারেজ নির্মাণের মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন গুলোর নিরাপত্তাসহ যত্রতত্রভাবে না রেখে নির্দিষ্ট স্থানে পার্কিংয়ের সুযোগ তৈরি হয়েছে।