কুমিল্লা
বৃহস্পতিবার,১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১১ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

বাজেট বাস্তবায়নে ৪১ সালের লক্ষ্য অর্জন করা হবে

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সংসদে প্রস্তাবিত ২০১৮-১৯ সালের বাজেট আমরা বাস্তবায়ন করব। এর মাধ্যমে ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জন করা হবে।

শনিবার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দত্তপুরে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি একথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘চ্যালেঞ্জ যত বড় হবে, সেটাকে অতিক্রম করে সামনে যাওয়াটাই সফলতা। লক্ষ্যে পৌঁছতে হলে যত বাধাই আসুক, সেটি অতিক্রম করতেই হবে।’

কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক মো. ইসমাইল হোসেন, হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক হোসনেয়ারা বেগম, কুমিল্লা পুলিশ সুপার শাহ আবিদ হেসেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার প্রমুখ।

এ সময় কুমিল্লা জেলা শিক্ষা অফিসার আব্দুল মজিদ, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রূপালী মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার শেফালী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা জাহান উপমা, সদর দক্ষিণ মডেল থানার ওসি নজরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রায় ১১ একর জমির ওপর এ কমপ্লেক্স নির্মিত হলে আড়াই হাজার তরুণ-তরুণী আইটি/টিইএস বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবেন। জেলা পর্যায়ে আইটি/হাইটেক পার্ক স্থাপনের আওতায় এটি স্থাপিত হচ্ছে। দেশের মোট ১২টি জেলায় এই পার্ক স্থাপন করা হবে।

আরও পড়ুন