কুমিল্লা
বৃহস্পতিবার,২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৩ আশ্বিন, ১৪৩০ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

ঈদযাত্রা নিরাপদ করতে মহাসড়কের পাশে ঝোপঝাড় পরিষ্কারে পুলিশ

ঈদে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লায় মহাসড়কের দু’পাশের ঝোপাঝাড় পরিষ্কার করছে পুলিশ। এ ছাড়া উচ্ছেদ করা হচ্ছে অবৈধভাবে গড়ে উঠা পার্কিং স্ট্যান্ড ও স্থাপনা।

ঈদ ঘিরে চুরি, ছিনতাই, ডাকাতি প্রতিরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে এ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মহিদুল ইসলাম।

শনিবার প্রখর রোদ ও গরম উপেক্ষা করে পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তা ছাড়াও নারী-পুরুষ সদস্যদের দা, কাচি, ছেনা নিয়ে ঝোপঝাড় কাটতে দেখা যায়।

এ সময় সেখানে সহকারী পুলিশ সুপার মহিদুল ইসলাম, দাউদকান্দি মডেল থানার ওসি আলমগীর হোসেন, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসম আব্দুন নূর প্রমুখ ঝোপঝাড় পরিষ্কার অভিযানে অংশ নেন।

দাউদকান্দি মডেল থানার ওসি আলমগীর হোসেন বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কে যেন কোনো প্রকার চুরি, ছিনতাই, ডাকাতির ঘটনা না হয়, সেজন্য ঝোপঝাড় কেটে ফেলা হচ্ছে।

পর্যায়ক্রমে মহাসড়কের দাউদকান্দি থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত ঝোপঝাড় পরিষ্কার করা হবে বলেও জানান আলমগীর হোসেন।

কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার মহিদুল ইসলাম বলেন, ঈদ সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা পুলিশ। ঘরমুখো মানুষ যেন নির্বিঘ্ন ও নিরাপদে গন্তব্যে ফিরতে পারেন, সেজন্য সব ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও পড়ুন