কুমিল্লা
বৃহস্পতিবার,৩০ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৫ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৫ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কলার ট্রাকের ‘বাঘ শাবক’টি কুমিল্লা চিড়িয়াখানায়

পাবর্ত্য জেলা খাগড়াছড়ি থেকে কলাবাহী ট্রাকের সঙ্গে চলে আসা প্রাণীটি আসলে বাঘ শাবক নয়, বনবিড়াল। জেলা প্রাণীসম্পদ কার্যালয়ের সার্জন ডা. নাজমুল হোসেন এ তথ্য জানিয়েছেন। শনিবার বিকেলে বনবিড়ালটিকে কুমিল্লা চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লা চিড়িয়াখানার খাচায় সন্ধ্যায় এটিকে অবমুক্ত করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার ভৌমিক।দর্শনার্থীদের বিনোদনের জন্য আগে থেকেই এই চিড়িয়াখানায় মেছো বাঘের সঙ্গে এবার যুক্ত হলো বনবিড়ালটি।

এর আগে গত শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দেবীদ্বার-বাগুর বাস স্টেশনে খাগড়াছড়ি থেকে আসা কলাবোঝাই ট্রাক থেকে লাফিয়ে পড়ে ওই প্রাণীটি।

আশ্রয় নেয় স্টেশন সংলগ্ন জালাল মেম্বারের তেল-মবিলের দোকানে। কৌশলে সেটিকে উদ্ধার করে খাঁচায় ভরা হয়। তাৎক্ষণিকভাবে এ প্রাণীটিকে স্থানীয়রা বাঘের বাচ্চা হিসেবেই ধরে নিয়েছিল।

খবর পেয়ে শনিবার কুমিল্লা জেলা পরিষদের সদস্য শাহজাহান সরকার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার ভৌমিককে বিষয়টি অবহিত করেন।

মূলত তার নির্দেশে শনিবার দুপুরে বাগুর বাস স্টেশন থেকে খাঁচাবন্দি প্রাণীটিকে নিয়ে আসা হয় জেলা পরিষদ কার্যালয়ে। সেখানে এসে প্রাণী সম্পদ কার্যালয়ের সার্জন ডা. নাজমুল হোসেন প্রাণীটিকে বনবিড়াল হিসেবে সনাক্ত করেন।

চান্দিনা ডাকবাংলোর তত্ত্বাবধায়ক কবির হোসেন জানান, সবার উপস্থিতিতে বনবিড়ালটিকে চিকিৎসা শেষে চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন