কুমিল্লা নগরীর উত্তর চর্থা তেলিয়াপুকুরপাড় বাসিন্দা মো. সেলিম মিয়া গত শুক্রবার বিকেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….. রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪০ বছর।
তিনি দুই ছেলে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বাংলাদেশের প্রতিষ্ঠিত একটি হারবাল কোম্পানীতে দীর্ঘদিন যাবত সেলস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি কুমিল্লার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
তাঁর মৃত্যুতে ইউসুফ হাই স্কুল ’৯৫ ব্যাচের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।