ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় খন্দকার জাকির হোসেন (৩৮) নামে এক ওষুধ বিক্রেতা নিহত হয়েছেন।
রোববার সকালে মহাসড়কের কাইচ্ছুটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন উপজেলার আলকরা ইউনিয়নের শিলরী গ্রামের মৃত খন্দকার বজলুর রহমানের ছেলে। ফেনীতে তার একটি ওষুধের দোকান রয়েছে।
নিহতের ভাই খন্দকার রফিকুল ইসলাম নতুন কুমিল্লাকে জানান, জাকির পদুয়া রাস্তার মাথা থেকে ফেনীর উদ্দেশে যাত্রীবাহী ইমা গাড়িতে উঠেন। পথে মহাসড়কের কাইচ্ছুটি এলাকায় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান ইমা গাড়িকে ধাক্কা দেয়। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই জাকিরের মৃত্যু ও বেশ কয়েকজন যাত্রী আহত হন।
চৌদ্দগ্রামের মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি-তদন্ত) মঞ্জুরুল হক জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। তবে মরদেহ ফেনীর সদর হাসপাতালে রয়েছে বলেও জানান তিনি।