কুমিল্লা
বৃহস্পতিবার,১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১১ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

খালেদাকে চিকিৎসা দেয়ার দায়িত্ব সরকারের

ড. খন্দকার মোশাররফ/ ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকারের দায়িত্ব বেগম খালেদা জিয়াকে উপযুক্ত উন্নত চিকিৎসা দেয়ার। যদি তা না করা হয়, অবহেলা করা হয় তাহলে জাতির কাছে এই আওয়ামী লীগ সরকারকে দায়ী থাকতে হবে।

তিনি বলেন, ‘আমরা অত্যন্ত ক্রান্তিকাল অতিক্রম করছি। দেশে আজকে গণতন্ত্র নেই, গণতন্ত্র আওয়ামী লীগের হাতে বন্দি।’ রাজধানীর রমনায় অবস্থিত বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শনিবার এক ইফতার মাহফিলে তিনি একথা বলেন।

ঢাকাস্থ দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে। খন্দকার মোশাররফ বলেন, গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে। দেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সেটা করতে হলে প্রথমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে এবং তার নেতৃত্বে এই দেশে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে, যেখানে জনগণ ভোট দিয়ে তাদের সরকার প্রতিষ্ঠা করতে পারবে।

এ সময় দলীয় নেতাকর্মীদের আগামী আন্দোলন কর্মসূচির জন্য প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি। ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাাবিত বাজেট নিয়ে সমালোচনা করতে গিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, তারা এক কথা বলে, আর করে আরেকটা।

বাজেটে বলা হয়েছে, কর বৃদ্ধি করা হয় নাই। কিন্তু আমদানি ও স্থানীয় পর্যায়ে শুল্ক বৃদ্ধি করা হয়েছে। ভ্যাট বৃদ্ধি করা হয়েছে, পোশাক শিল্পে ৪-৫ পার্সেন্ট। তথ্য প্রক্তিতে ভ্যাট বসানো হয়েছে।

তিনি বলেন, এমনিভাবে জনগণের পকেট থেকে অতিরিক্ত টাকা তোলার ব্যবস্থা করা হয়েছে। অথচ তারা বলছে, কর বৃদ্ধি করা হয় নাই। যদি বৃদ্ধিই না করা হবে তাহলে গত বছরের চেয়ে এ বছর ৬৫ হাজার কোটি টাকা বেশি বাজেট ধরা হয়েছে, তাহলে এই অতিরিক্ত টাকা কোথায় থেকে আসলো? এই বাজেট ঘাটতি বাজেট, যা পূরণ করা হবে জনগণের টাকা থেকে।

আয়োজক সংগঠনের সভাপতি মিয়া মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

(নতুন কুমিল্লা/এইচএম/জুন ১১, ২০১৮)

আরও পড়ুন