বছর জুড়েই অসহায় মানুষদের মুখে হাসি ধরে রাখার স্বপ্ন দেখা অন্বেষণ এর ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে সুবিবাবঞ্চিত শিশুদের নিয়ে ঈদ আনন্দ ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে কুমিল্লা টাউনহল অডিটোরিয়াম এর মুক্তিযুদ্ধ কর্ণারে এ আয়োজনের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
সুবিধাবঞ্চিত ছিন্নমূল শিশুদের ঈদের সকালটা বর্ণিল করে তুলতে, ঈদের সকালে ঠোঁটের কোনে এক চিলতে খুশির ঝিলিক ছড়িয়ে দিতে ৮৫ জন শিশুর হাতে তুলে দেয়া হয় ঈদ উপহার হিসেবে নতুন পোশাক। শুধু তাই নয় সুবিবাবঞ্চিত এসকল শিশুর সাথে ছিল ইফতারের আয়োজনও।
সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ মিজানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা, কুমিল্লার বার্তা ডটকমের সম্পাদক শামছুল আলম রাজন, দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার মাহফুজ নান্টু। এছাড়া অন্বেষণের সকল সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
(নতুন কুমিল্লা/এইচএম/এসএম/জুন ১১, ২০১৮)