চৌদ্দগ্রামে অজ্ঞাত পরিচয়ের এক মহিলার (৮০) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাড়িসর্দার বাজার সংলগ্ন নতুন রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে মহাসড়কের পাশে অজ্ঞাত এক মহিলার লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাল মর্গে প্রেরণ করে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে বলে ওসি আবুল ফয়স জানান।
(নতুন কুমিল্লা/জেপি/এসএম/জুন ১১, ২০১৮)