কুমিল্লা
বৃহস্পতিবার,১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১১ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

শত বছরের রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীর নির্মানের উদ্যোগ

ছবিটি প্রতীকী

লাকসামে শত বছরেরও অধিক সময় থেকে জনসাধারনের চলাচলকারী রাস্তা বন্ধ করে উপজেলা ভূমি অফিসের সীমানা প্রাচীর নির্মানের উদ্যোগ নেয়া হয়েছে। উপজেলা ভূমি অফিসের সীমানা প্রাচীর নির্মানে সরকারি বরাদ্দ পাওয়ার পর এসিল্যান্ড মোঃ ইসমাইল হোসেন কর্তৃক সুতা টানিয়ে সীমানা নির্ধারণ করে ঠিকাদারকে জায়গা বুঝিয়ে দিলে স্থানীয় এলাকাবাসী -এর প্রতিবাদ জানায়।

এলাকাবাসী জানায়, লাকসাম উপজেলা ভূমি অফিসের পাশ দিয়ে বিএস নকশা অনুযায়ী প্রায় ৬ ফুট প্রশস্থ একটি রাস্তা রেকর্ড করা আছে, যার দাগ নং ৫০০৩। কিন্তু সহকারী কমিশনার (ভূমি) এ বিএস রেকর্ডকে এড়িয়ে গিয়ে শত বছরের পুরনো প্রায় ২শ’ পরিবারের চলাচলের ওই রাস্তাটি বাউন্ডারী ওয়ালের ভিতরে ঢুকিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে স্থানীয়দের ক্ষোভের সৃষ্টি হয়।

এ নিয়ে শনিবার বিকেলে স্থানীয় কাউন্সিলর মোঃ আব্দুল আলিম দিদারের উপস্থিতিতে এলাকাবাসী স্থানীয় সাংবাদিকদের সামনে বিষয়টি তুলে ধরেন এবং সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক সীমানা প্রাচীর নির্মানের উদ্যোগের প্রতিবাদ জানান।

লাকসাম পৌরসভার প্যানেল মেয়র-২ ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবদুল আলিম দিদার জানান, লাকসামের প্রয়াত জমিদার নবাব ফয়জুন্নেসা সরকার বাহাদুরকে এই জায়গাটি দান করেছিলেন। সরকার এই জায়গাটি একোয়ার করেনি। ১শ’ বছরের অধিক সময় থেকে এলাকাবাসী এ জায়গা দিয়ে চলাচল করে আসছে।

আর অতীতে এসিল্যান্ড অফিস কর্তৃক চলাচলের জায়গা বাদ দিয়ে গাছ লাগিয়েছেন। যা এখন অনেক বড় হয়েছে। বর্তমানে এসিল্যান্ড সাহেব শত বছরের পুরোনো ওই চলাচলের রাস্তা বন্ধ করে ওয়াল নির্মাণ করায় জনসাধারনের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে লাকসাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসমাইল হোসেন নতুন কুমিল্লাকে জানান, আমি এখানে সরকারের প্রতিনিধি। তাই সরকারি অফিসের নিরাপত্তা এবং সরকারি জায়গা সংরক্ষণ করা আমার দায়িত্ব। এ নিয়ে এলাকাবাসীর কোন অভিযোগ থাকলে জেলা প্রশাসক মহোদয়কে জানাতে পারেন।

(নতুন কুমিল্লা/জেপি/এমএকে/জুন ১১, ২০১৮)

আরও পড়ুন