চৌদ্দগ্রামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ছয় মাদরাসার ত্রিশজন এতিম ও অসহায় ছাত্রের মাঝে নতুন পাঞ্জাবি বিতরন করেছে ‘স্বপ্নসিঁড়ি ফাউন্ডেশন’। এ উপলক্ষে বিকেলে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের বেতিয়ারা তা’লিমুল কোরআন নুরানী একাডেমিতে এক অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেতিয়ারা আদর্শ হাফেজিয়া এতিমখানা ও ইসলামিয়া মাদরাসার পরিচালনা কমিটির সদস্য রুহুল আমিন।
এসময় মাওলানা নেছার উদ্দিন মজুমদার, মাওলানা হাফেজ মোঃ মাঈন উদ্দিন, মাওলানা হাফেজ মোঃ জাইদ হাসান, স্বপ্নসিঁড়ি ফাউন্ডেশনের সদস্য শহীদুল ইসলাম রকিব, মো.আতিকুর রহমান বাবু, আব্বাস উদ্দিন উজ্জল, আলা উদ্দিন, আবু ফয়েজ নিবলু, আনামুল হক বাবু, মাসুম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
(নতুন কুমিল্লা/এইচএম/এসএম/জুন ১৩, ২০১৮)