কুমিল্লা
রবিবার,২৮ মে, ২০২৩ খ্রিস্টাব্দ
১৪ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ৭ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

জাহাঙ্গীর আলম সরকারের মায়ের ইন্তেকাল

কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ জাহাঙ্গীর আলম সরকারের মাতা গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহে….. তিনি বার্ধ্যক্য জনিত কারণে মৃত্যুবরণ করেছেন।

মরহুমার জানাজার নামায আজ ১৩ জুন ২০১৮ইং মুরাদনগর উপজেলার চাপিতলা ঈদগাহ ময়দানে সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে মুরাদনগরে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এইদিকে জাহাঙ্গীর আলম সরকারের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগ। কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতি আ: আউয়াল সরকার এক শোকবার্তায় জানান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সরকারের মায়ের মৃতুতে বাংলাদেশ আওয়ামীলীগ গভীর শোক জানিয়েছে এবং আমি শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

শোক জানিয়েছেন তিতাস উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শওকত আলী, সাধারণ সম্পাদক মো. মহসীন ভূইয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার, আ’লীগের মনোনয়ন প্রত্যাশী সেলিমা আহমদ মেরী,উত্তর জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক সারওয়ার হোসেন বাবু,

হোমনা উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ, সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান আবুল,ফ্রেন্ডস ক্লাবের সভাপতি সাংবাদিক হালিম সৈকত, সাধারণ সম্পাদক রবিউল আউয়াল রবি এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গভীর শোক জানিয়েছেন।

(নতুন কুমিল্লা/এইচএম/এমইউ/জুন ১৪, ২০১৮)

আরও পড়ুন