বরুড়ায় এ্যাম্বুলেন্স ও যাত্রীবাহি বাস মুখোমুখি সংঘর্ষে রোগীসহ ৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার লাইজলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিক ভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লাগামী রোগীবাহী একটি এ্যাম্বুলেন্সর সঙ্গে বিপরিত দিক থেকে আশা বলাকা পরিবহনের যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রোগীসহ উভয় পরিবহনের ৫ জন আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। তবে তাৎক্ষনিক ভাবে আহতদের নাম জানা যায়নি।
বরুড়া থানার উপ-পরিদর্শক (এসআই) চন্দন দাশ নতুন কুমিল্লাকে ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় বলে তিনি জানান।
(নতুন কুমিল্লা/জেপি/এসইউএস/জুন ১৪, ২০১৮)