মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নে দুস্থ, গরীব ও অসহায়দের মাঝে শাড়ি, লুঙ্গী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও মনোহরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এড. তানজিনা আক্তার দুস্থ ও অসহায় নারী- পুরুষদের মাঝে শাড়ি, লুঙ্গী ও নগদ অর্থ তুলে দেন।
তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ তাজুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমি যা কিছু বিতরণ করছি সবকিছুই মাননীয় এমপি জনাব মোঃ তাজুল ইসলাম সাহেবের পক্ষ থেকে।
এসময় উপস্থিত ছিলেন ঝলম দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমির হোসেন মন্টু, আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন, সাংবাদিক আকবর হোসেন, যুবলীগ নেতা দিলীপ চন্দ্র শীল, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইফরাত আহমেদ ইফুসহ আরো অনেকে।
(নতুন কুমিল্লা/জেপি/এএস/জুন ১৪, ২০১৮)