বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা ও নিঃশর্ত মুক্তির দাবিতে আলোচনা সভা ও ইফতার মাহফিল করেছে বিএনপি। এ উপলক্ষ্যে আজ শুক্রবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের তিন নং ওয়ার্ড (পরিকোট-ফুলের নাওড়ি) বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের সহ-সভাপতি ও গুণবতী ইউনিয়ন বিএনপির আহবায়ক মিজানুর রহমান ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেম সরকার। ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মিলনের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সভাপতি চৌধুরী খালেদ হাসান মহসিনের পরিচালনায় অন্যান্যের মধ্যে ইউনিয়ন যুবদলের সাংগঠনিক নুরুল আলম সেলিমসহ ওয়ার্ড বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
(নতুন কুমিল্লা/এমইউ/এইচএম/জুন ১৫, ২০১৮)