ব্যাচালার অব আর্কিটেক্টচার ডিগ্রি অর্জন করেছে কুমিল্লার চৌদ্দগ্রামের আসিফ আহাম্মদ রাজু। সে উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামের দক্ষিণ পাড়ার ডাঃ আমিন উল্যাহ ও জাহানারা বেগমের একমাত্র পুত্র।
জানা গেছে, শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে পাঁচ বছর মেয়াদী কোর্স শেষে চলতি বছর ব্যাচালার অব আর্কিটেক্টচার (স্থাপত্যবিদ্যায়) ডিগ্রি পরীক্ষা দিয়ে প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান অর্জন করে আসিফ আহাম্মদ রাজু। সম্প্রতি সে নারায়নগঞ্জের চাষাঢ়ায় সরকারের প্রস্তাবিত মাল্টিমডাল পেসিঞ্জার টার্মিনাল প্রজেক্ট ৩৫ একর জায়গায় একইস্থানে ডিজিটাল লঞ্চ ষ্টেশন, বাস টার্মিনাল ও রেলওয়ে ষ্টেশন ডিজাইন করে সর্বত্র আলোচিত হয়েছে। এজন্য সে আল্লাহর শুকরিয়া আদায়, ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষিকা ও পিতা-মাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ভবিষ্যতে আরও ভালো কিছু করতে সে সকলের নিকট দোয়া প্রার্থী।
(নতুন কুমিল্লা/এমইইউ/এইচএম/মঙ্গলবার, জুন ১৯, ২০১৮)