কুমিল্লার ‘চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান’ সৌদি আরবের দাম্মাম শাখার উদ্যোগে ঈদ পুণর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ১৭ জুন রোববার রাতে স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও সৌদি আরব সাংবাদিক ফোরামের সভাপতি আবুল বশির। সংগঠনের দপ্তর সম্পাদক ইমাম হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ব্যবসায়ী কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান সংগঠনের উপদেষ্ঠা হেলাল উদ্দিন, সাধারন সম্পাদক মিজানুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক তহিদুর রহমান বিটু, অর্থ সম্পাদক আবুল হাসেম মজুমদার খাজু, ব্যবসায়ী হেদায়েত উল্যাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবাসী টিপু সুলতান, লিঙ্কন ও আহসান হাবিবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্ত মানবতার সেবায় ও দেশের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে ‘চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান’ নামের সংগঠনটি। তাই সকলের উচিত সংগঠনের কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত করা।