ফুুয়েল ইনজেকশান ক্লাব বিডি-এফসিবি গ্রুপের উদ্যোগে কক্সবাজারে চারদিন মোটর সাইকেল যোগে ঈদ পরবর্তী আনন্দ ভ্রমন শেষে দশ হাজার টাকা এতিমখানায় দান করা হয়েছে। গত শুক্রবার(২২ জুন) রাতে ঢাকায় ফেরার পথে কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের ভারত সীমান্তবর্তী কালিকাপুর মাহমুদিয়া হোসাইনিয়া মাদরাসা ও এতিমখানার শিক্ষক হাফেজ বেলাল হোসাইনের কাছে টাকা হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের ফাউন্ডার মারক সবুজ, মোডারেটর সাহেদ হাসান আবির, মোডারেটর রাকিব মাহমুদ অভি, ক্লাব মেম্বার শুভ্র, জামাল, সাইফুল,ইমরান নাজির, সেজান, আলিম দেওয়ান, সাব্বির হোসেন, সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহসহ আরো অনেকে। ঢাকা ও আশ-পাশের এলাকার তরুণদের উদ্যোগে চল্লিশ জনের একটি টিম মোটর সাইকেল যোগে সমুদ্র সৈকত দেখতে কক্সবাজারে যায়। বিভিন্ন উপলক্ষ্যে টিমটি যে পথে ভ্রমণে যাবে সে রুটে একটি এতিমখানায় নগদ অর্থ দান করে। গত রমজানে একটি এতিমখানায় এক লাখ বিশ হাজার টাকা দান করে।
(নতুন কুমিল্লা/এমইইউ/প্রেস বিজ্ঞপ্তি/রোববার, জুন ২৪, ২০১৮)