কুমিল্লা
শনিবার,৩ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
২০ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১৩ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

হোমনায় ভয়াবহ অগ্নিকাণ্ড !

ফাইল ছবি

হোমনায় ভয়াবহ আগুনে একটি মার্কেটের প্রায় ৪২টি দোকান ঘর পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শনিবার দিবাগত রেতে উপজেলার কৃষ্ণপুর বাজারে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টার দিকে কুমিল্লার হোমনা উপজেলার রামকৃষ্ণপুর বাজারে একটি দোকানে হঠাৎ এই আগুন জ্বলতে দেখে লোকজন। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী অন্যান্য দোকানে ছড়াতে থাকে।

খবর পেয়ে হোমনা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু কিছুতেই নিয়ন্ত্রণে আনতে না পেরে পার্শ্ববর্তী বাঞ্ছারামপুর ফায়ার স্টেশনে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিয়নের দুই ঘণ্টার চেষ্টায় রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততোক্ষণে মার্কেটের প্রায় ৪২টি দোকান ঘর পুড়ে যায়।

হোমনা ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, ‘পুলিশের জরুরী সেবা ৯৯৯-এ অগ্নিকান্ডের খবর জানতে পেরে হোমনা ও বাঞ্ছারামপুর ফায়ার সার্ভিস যৌথভাবে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনি। তাৎক্ষণিকভাবে অগ্নিকান্ডে সূত্রপাত অথবা ক্ষয়ক্ষতি পরিমান সম্ভব হয়নি। পরে বিস্তারিত জানানো যাবে।’ তবে বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের ধারণা, ভয়াবহ এ অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।

(নতুন কুমিল্লা/জেপি/এইচএম/রবিবার, জুন ২৪, ২০১৮)

আরও পড়ুন