হোমনায় ভয়াবহ আগুনে একটি মার্কেটের প্রায় ৪২টি দোকান ঘর পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শনিবার দিবাগত রেতে উপজেলার কৃষ্ণপুর বাজারে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টার দিকে কুমিল্লার হোমনা উপজেলার রামকৃষ্ণপুর বাজারে একটি দোকানে হঠাৎ এই আগুন জ্বলতে দেখে লোকজন। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী অন্যান্য দোকানে ছড়াতে থাকে।
খবর পেয়ে হোমনা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু কিছুতেই নিয়ন্ত্রণে আনতে না পেরে পার্শ্ববর্তী বাঞ্ছারামপুর ফায়ার স্টেশনে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিয়নের দুই ঘণ্টার চেষ্টায় রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততোক্ষণে মার্কেটের প্রায় ৪২টি দোকান ঘর পুড়ে যায়।
হোমনা ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, ‘পুলিশের জরুরী সেবা ৯৯৯-এ অগ্নিকান্ডের খবর জানতে পেরে হোমনা ও বাঞ্ছারামপুর ফায়ার সার্ভিস যৌথভাবে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনি। তাৎক্ষণিকভাবে অগ্নিকান্ডে সূত্রপাত অথবা ক্ষয়ক্ষতি পরিমান সম্ভব হয়নি। পরে বিস্তারিত জানানো যাবে।’ তবে বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের ধারণা, ভয়াবহ এ অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।
(নতুন কুমিল্লা/জেপি/এইচএম/রবিবার, জুন ২৪, ২০১৮)