কুমিল্লার বানাসুয়া এলাকায় জনতা ট্রান্সপোর্ট বাস নিয়ন্ত্রন হারিয়ে ৩৫জন যাত্রী নিয়ে গোমতী নদীর পাশে পড়ে যায়। এতে গুরুতর আহত হয়েছেন ১৫ জন। আহতদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করানো হয়েছে। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত নিহতের খবর পাওয়া যায়নি।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আাবু সালাম মিয়া নতুন কুমিল্লাকে জানান, রবিবার দুপুরে জনতা ট্রান্সপোর্ট বাসটি নবীনগর থেকে কুমিল্লা আসার পথে বানাসুয়া এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে গোমতী নদীর পাড়ে পড়ে যায়।
এতে ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে অনেকেই আশঙ্কাজনক অবস্থায় আছেন। আহতদেরকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
(নতুন কুমিল্লা/জেপি/এইচএম/রবিবার, জুন ২৪, ২০১৮)