ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৪শ’ ইয়াবাসহ মাদক পাচারকারী স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
আটকরা হলেন কক্সবাজার জেলার টেকনাফ থানার কেরুনতলি গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. রফিক ও তার স্ত্রী রেহেনা আক্তার।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন নতুন কুমিল্লাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় দু’জনের দেহ তল্লাশী করে ১৪শ’ পিস ইয়াবা ট্যাবলেট জব্ধ করা হয়।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দাউদকান্দি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে ওসি মো. আলমগীর হোসেন জানান।
(নতুন কুমিল্লা/এইচএম/জেপি/মঙ্গলবার, জুন ২৬, ২০১৮)