কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিলে জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। উন্নয়নের ধারা অব্যাহত থাকলে বয়স্ক ও অস্বচ্ছল প্রতিবন্ধীদের ভাতাও বৃদ্ধি পাবে। এ দেশে গরিব বলে কেউ থাকবে না।
আমরা এখন মধ্যম আয়ের দেশ সম্পর্কে তেমন চিন্তাভাবনা করি না। উন্নয়নের মহাসড়কে দেশ এগুচ্ছে। মধ্যম আয়ের দেশ নির্ধারিত সময়ের আগেই হয়ে যাবে। আমাদের এখন স্বপ্ন উন্নত বাংলাদেশের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার নির্দেশ দিয়েছেন। আমরা সেই লক্ষ্যে কাজ করছি।
এ লক্ষ্য বাস্তবায়নে নৌকায় ভোট দিতে হবে। নৌকায় ভোট দিলে আমার হাতও শক্তিশালী হবে। আমিও আপনাদের আরো বেশি সেবা প্রদান করতে পারবো।
কুমিল্লা সিটি করপোরেশনের আওতাধীন ২০১৭-১৮ অর্থ বছরে অতিরিক্ত বয়স্ক ও অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে ভাতা পরিশোধ বই বিতরণ কালে সোমবার কুমিল্লা টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার এস কথা বলেন।
কুমিল্লা সিটি করপোরেশনের আয়োজনে ও শহর সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো: মনিরুল হক সাক্কু।
তিনি বলেন, কুমিল্লার উন্নয়নে কাজ করছি। আমি বিএনপি করি। বাহার ভাই আওয়ামীলীগ করেন। কুমিল্লার উন্নয়নে আমরা একসাথে কাজ করি। আমি আমার মত চলি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সম্মিলিত সাংস্কৃতিক জোট কুমিল্লা শাখার সভাপতি পাপড়ী বসু।
সভাপতিত্ব করেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অনুপম বড়–য়া। অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সিটি করপোরেশনের প্যানেল মেয়র জমির উদ্দিন খান জম্পি। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক জেড এম মিজানুর রহমান।
বক্তব্য রাখেন কুমিল্লা সিটি করপোরেশনের ১, ২ ও ৩ সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর কাউছারা বেগম সুমি। মঞ্চে উপবিষ্ট ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের সচিব মো: হেলাল উদ্দিন ও বীরচন্দ্র নগর মিলনায়তন ও গণপাঠাগারের সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর।
(নতুন কুমিল্লা/এইচএম/জেপি/মঙ্গলবার, জুন ২৬, ২০১৮)