গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল আটটা থেকে একটানা বিকেল চারটা পর্যন্ত ভোট চলবে। এখানে এবার ৬টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট নিচ্ছে নির্বাচন কমিশন। ২৮ নং ওয়ার্ডের রানী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কথা হয় হাসনা হেনার সঙ্গে।
তিনি প্রথমবার ইভিএমের মাধ্যমে ভোট দিলেন। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে হাসনা হেনা পরিবর্তন ডটকমকে বলেন, ‘মেশিনে ভোট দিতে হবে আগেই শুনেছিলাম। কিন্তু, এত কম সময়ে ভোট দিতে পারব, নিজেকে বিশ্বাস করাতে পারছি না।’
একই কেন্দ্রে ভোট শেষে পান মুখে দিতে দিতে বের হওয়া হাস্যোজ্জ্বল হোসনে আরা রহমান পরিবর্তন ডটকমকে বলেন, ‘প্রথমবার ইভিএমে ভোট দিলাম। আমার কোনো সমস্যা হয়নি। খুবই ভালো লেগেছে।’
আরেক ভোটার তাজউদ্দিন আহমেদ পরিবর্তন ডটকমকে বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে। ইভিএমের মাধ্যমে অল্প সময়ে ভোট দিলাম, খুব ভালো লাগছে। লাইনে দাঁড়ানোর ঝামেলা নেই বললেই চলে।’
নির্বাচন কমিশনের পরিচালক মোস্তফা ফারুক ইভিএমে ভোট তদারকি করছেন। তিনি পরিবর্তন ডটকমকে বলেন, ‘ভোটাররা স্বাচ্ছন্দ্যে ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি, আশা করি শেষ পর্যন্ত ঠিকঠাকভাবে হবে।’
এই কেন্দ্রে নারী ভোটার ২ হাজার ৭০ জন। ৫টি বুথে তারা ভোট দিচ্ছেন। আর পুরুষ ভোটার ১ হাজার ৯৩২ জন। ৪টি বুথে তারা ভোট দিচ্ছেন।
(নতুন কুমিল্লা/এমএইচ/মঙ্গলবার, জুন ২৬, ২০১৮)