কুমিল্লা
বৃহস্পতিবার,৩০ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৫ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৫ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

ব্যালট নেই, কেন্দ্রের বাইরে ভোটারদের বিক্ষোভ

দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও ব্যালট পেপার না পেয়ে গাজীপুরের একটি কেন্দ্রে ভোটাররা বিক্ষোভ মিছিল করেছেন। মঙ্গলবার গাজীপুর সিটি করপোরেশনের ১৭ নং ওয়ার্ডের মুগর খাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের দাবি, এই কেন্দ্রে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে জোর করে ভোট নেয়া হয়েছে। এজন্য ব্যালটের সংকট দেখা দিয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কেন্দ্রের বাইরে বিপুল সংখ্যক ভোটার অপেক্ষা করছেন। ব্যালট পেপার নেই বলে ভোট বন্ধ রয়েছে।

ভোটারদের অভিযোগ, তারা দুই ঘণ্টা দাঁড়িয়ে থেকেও ভোট দিতে পারেননি। ফলে অনেকেই ফিরে গেছেন।

এরই মধ্যে পছন্দের প্রার্থীকে ভোট দিতে না পেরে একদল ভোটার কেন্দ্রের বাইরে বিক্ষোভ মিছিল করেন। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়।

কেন্দ্র ঘুরে দেখা যায়, বুথের ভেতর কোনো সহকারী প্রিসাইডিং অফিসার নেই। শুধু কয়েকজন নৌকার এজেন্ট বসে আছেন। বুথের ভেতরে ভোটার নেই বললেই চলে। কিন্তু, বাইরে দীর্ঘ লাইন।

তবে কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং অফিসার ড. হাসানুল কবীর কামালী বলেন, ‘ব্যালট পেপারের কোনো সংকট নেই। সবাই ভোট দিচ্ছেন। পরিস্থিতি শান্ত রয়েছে।’

ভোটাদের বিক্ষোভ করার বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এর আগে মঙ্গলবার সকাল আটটায় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট শুরু হয়। চলবে একটানা বিকেল চারটা পর্যন্ত।

সকালে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে বিপুলসংখ্যক ভোটারের সমাগম দেখা গেছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

(নতুন কুমিল্লা/এমএইচ/মঙ্গলবার, জুন ২৬, ২০১৮)

আরও পড়ুন