চৌদ্দগ্রামে পারিবারিক কলহের জের বিষপানে আজমীর হোসেন নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের নেতড়া গ্রামের দক্ষিণ পাড়ার সৌদি প্রবাসী জসিম উদ্দিনের পুত্র। সোমবার রাতে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয় সুত্রে জানা গেছে, আজমীর হোসেন(২২) চিওড়া সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের নেতা ছিলেন। দুই মাস আগে তিনি জগন্নাথদীঘি ইউনিয়নের নোয়াগ্রামে বিয়ে করেন। পারিবারিক কলহের জের ধরে সোমবার রাতে আজমীর সবার অগোচরে বিষপান করে।
পরিবারের লোকজন বুঝতে পেরে তাকে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত মর্ককর্তা (ওসি) আবুল ফয়সল নতুন কুমিল্লাকে জানান, আজমীর নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে- কিভাবে মৃত্যু হয়েছে।
(নতুন কুমিল্লা/এমইইউ/এইচএম/মঙ্গলবার, জুন ২৬, ২০১৮)