কুমিল্লা
বৃহস্পতিবার,২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৩ আশ্বিন, ১৪৩০ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

ফ্রান্স এবারের বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন: আসিফ আকবর

কণ্ঠশিল্পী আসিফ আকবর মন্তব্য করেন এবারের বিশ্বকাপের পরিসংখ্যান কিংবা দৃশ্যপট একটু অন্যরকম দেখছি। আমরা সচরাচর যে দলগুলোকে সাপোর্ট করি, ফেভারিট ভাবি তাদের চাইতে অন্য দলগুলো বেশি ভালো করছে। আমি বরাবরই ব্রাজিলের সাপোর্টার। ফুটবল বোঝার পর থেকেই এ দলটি সাপোর্ট করি।

ব্রাজিলের সবচাইতে ভালো লাগার বিষয় হলো তাদের ছন্দ ও গতি। তবে গত কয়েক বিশ্বকাপ ধরেই প্রিয় এ দলটির সেই ছন্দ ও গতি আগের মতো পাচ্ছি না। এবারও তেমনটা হয়েছে। তবে আমি আশাবাদী সামনে ব্রাজিল ভালো করবে। এছাড়া আর্জেন্টিনা কিংবা জার্মানির মতো ফেভারিটরা এবার বেশ মলিন। গতবার এ দু’দলই খুব ভালো খেলেছে। কিন্তু এবার সেই ধারাবাহিকতা নেই।

ছন্দপতন দেখছি তাদের। আর্জেন্টিনা বনাম নাইজেরিয়ার খেলা রয়েছে আজ। আমি মনে করি একটু শ্বাসরুদ্ধকর ম্যাচ হবে এটি। বাংলাদেশের যেহেতু আর্জেন্টাইন সমর্থক বেশি, আমি চাইবো আজকের খেলায় তারা জয়লাভ করুক। তবে আমার দৃষ্টিতে ফ্রান্স এবারের বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন। দুর্দান্ত খেলছে তারা। এ পর্যন্ত যাদের খেলা দেখেছি তার মধ্যে ফ্রান্সকেই সব থেকে ভালো মনে হয়েছে। এর বাইরে বেলজিয়ামও অসাধারণ খেলছে। তাদের প্রতিটি খেলোয়াড়ই ছন্দময় ফুটবল খেলছে।

এছাড়া ক্রোয়েশিয়া যে খেলা দেখিয়েছে সেটা এক কথায় অপূর্ব। তাদের গতির সঙ্গে নির্ভুল পাসের ফুটবল খুবই ভালো লেগেছে। ইংল্যান্ডও এবার ভালো করবে বলে মনে হচ্ছে। সত্যি বলতে আমরা যে দলেরই সাপোর্ট করি না কেন সুন্দর প্রতিযোগিতাপূর্ণ ফুটবল উপভোগ করতে চাই। সামনের ম্যাচগুলোতে এরকমটা হবে বলেই আমার বিশ্বাস।

(নতুন কুমিল্লা/এমএ/জেপি/মঙ্গলবার, জুন ২৬, ২০১৮)

আরও পড়ুন