কুমিল্লা
বৃহস্পতিবার,১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১১ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

প্রধান বিচারপতির বাবা অ্যাড. সৈয়দ মোস্তফা আলী আর নেই

অ্যাডভোকেট সৈয়দ মোস্তফা আলী। ফাইল ছবি

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের বাবা, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মোস্তফা আলী ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাহি রাজিউন)।

মঙ্গলবার বিকেল পৌনে ৪ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে সৈয়দ মোস্তফা আলীর বয়স হয়েছিল ৯৪ বছর।

অ্যাডভোকেট সৈয়দ মোস্তফা আলী। ফাইল ছবি

আগামী কাল বুধবার (২৭ জুন) সকাল ১০টায় কুমিল্লা জজকোর্ট প্রাঙ্গনে তার ২য় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। একই দিন বাদ জোহর কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলখাড় ইউনিয়নের দেওভান্ডার তাঁর গ্রামের বাড়িতে শেষ নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

কুমিল্লা জেলা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নুরুর রহমান নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মরহুমের জানাজায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচার বিভাগের কর্মকর্তা, জেলা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, কুমিল্লা বারের আইনজীবীগণ ছাড়াও বিভিন্ন রাজনীতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সমাজের বিশিষ্টজনেরা অংশগ্রহণ করবেন।

(নতুন কুমিল্লা/জেপি/এইচএম/মঙ্গলবার, জুন ২৬, ২০১৮)

আরও পড়ুন